টাঙ্গাইলে রেললাইনের পাতে ভাঙন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভেঙে যাওয়া রেললাইনের পাত।
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পাতে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের ওপর রেললাইনের পাতে ভাঙন দেখতে পান এলাকাবাসী। দুর্ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাত মেরামতের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেললাইনের পাত মেরামতের কাজ করছেন রেলওয়ের কর্মচারীরা
এলাকাবাসী জানান, আজ বুধবার সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। স্থানীয়রা কাছে গিয়ে রেললাইনের পাত ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে জানান। পরে তারা এসে রেললাইন মেরামতের কাজ শুরু করেন।
রেলওয়ের কর্মচারীরা জানান, দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেললাইনের পাত এনে ভাঙা অংশটুকু খুলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
ঢাকা/কাওছার/মাসুদ