ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করাচিতে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২০ জানুয়ারি ২০২৬  
করাচিতে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৮

পাকিস্তানের বন্দরনগরী করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে ভবনটিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের ফলে প্লাজার কিছু অংশ ধসে পড়েছিল। তিনতলা ভবনটিতে ১ হাজার ২০০টি দোকান ছিল।

আরো পড়ুন:

উদ্ধারকারী দল জানিয়েছে, মৃতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাতটি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ২১টি মৃতদেহ মর্গে পড়ে আছে, ডিএনএ পরীক্ষার পর তাদের হস্তান্তর করা হবে।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের জারি করা একটি পৃথক তালিকায় মৃতের সংখ্যা ২৮ জন বলে দেখানো হয়েছে।

কেয়ামারি পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত জিনিসপত্র কেএমসি গ্রাউন্ডে স্থানান্তর করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারীরা ভবনটির বেসমেন্টে তল্লাশি চালাচ্ছে।

দক্ষিণের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা ডনকে বলেছেন, “উদ্ধারকারী দল সবেমাত্র রিম্পা প্লাজায় প্রবেশ করেছে এবং অভিযান সবেমাত্র শুরু হয়েছে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়