ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন নেহা কাক্কর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৩, ২০ জানুয়ারি ২০২৬
সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন নেহা কাক্কর

স্বামীর সঙ্গে নেহা কাক্কর

“দায়িত্ব, সম্পর্ক, কাজ—সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আর ফিরব কি না নিশ্চিত নই”—ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি পোস্টে এমন ঘোষণা দেন বলিউডের আলোচিত গায়িকা নেহা কাক্কর। গতকাল ইঙ্গিতপূর্ণ এ পোস্ট দেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই শিল্পী।  

নেহা কাক্করের এই বক্তব্যকে নানাভাবে বিশ্লেষণ করতে শুরু করেন নেটিজেনরা। কেউ দাবি করেন, “কাজকে বিদায় জানালেন নেহা।” আবারা কারো কারো দাবি—“সংসার ভেঙেছে তার।” তবে সবকিছু ছাপিয়ে তার বিবাহবিচ্ছেদের বিষয়টি চর্চায় পরিণত হয়। বিষয়টি নেহারও নজর কেড়েছে। ফের এ নিয়ে ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট দিয়েছেন নেহা।

আরো পড়ুন:

বিনয়ের সঙ্গে নেহা কাক্কর বলেন, “দয়া করে এই ব্যাপারে আমার নির্দোষ স্বামী বা আমার মিষ্টি পরিবারকে টেনে আনবেন না! ওরাই আমার দেখা সবচেয়ে পবিত্র মানুষ, আর আমি আজ যা কিছু হয়েছি, সবই তাদের সহযোগিতায়। আমি অন্য কিছু মানুষ আর সিস্টেমের ওপর বিরক্ত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমার স্বামী ও পরিবারকে এর বাইরে রাখবেন।”

অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পোস্টটি দিয়েছিলেন নেহা। তা জানিয়ে এই গায়িকা বলেন, “আমি এটা মানছি যে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় এতটা আবেগী হওয়া আমার উচিত হয়নি। কারণ মিডিয়া খুব ভালোভাবেই জানে কীভাবে ‘রাইকে পাহাড়’ বানাতে হয়। শিক্ষা পেলাম!” 

আবারো ধামাকা নিয়ে ফেরার কথা জানিয়ে নেহা কাক্কর বলেন, “ভাই সাহেব, এখন থেকে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর কথা বলব না! বেচারি নেহু (নেহা কাক্কর) আবেগপ্রবণ। অধিক আবেগী এই দুনিয়ার জন্য। দুঃখিত আর ধন্যবাদ আমার নেহার্টসদের। চিন্তা করবেন না, ধামাকা নিয়ে খুব শিগগির ফিরে আসব! অনেক ভালোবাসা।” 

এর আগে অন্য একটি পোস্টে নেহা কাক্কর বলেন, “আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে একা চলতে দিন। আশা করি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই পৃথিবীতে স্বাধীনভাবে থাকতে দেবেন। আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আমি অনুরোধ করছি! আমার শান্তির জন্য আপনারা আমাকে একা চলতে দিন।” যদিও নেহা তার দুটো পোস্টই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন।  

গত বছরের শেষের দিকে দিল্লিতে একটি লাইভ কনসার্টে পারফর্ম করে বিতর্কে জড়ান নেহা কাক্কর। এ ঘটনার কিছু দিন পর মুক্তি পায় তার নতুন গান ‘ক্যান্ডি শপ’। এ গানে নেচে ‘অশ্লীল’ তকমা পান এই শিল্পী। এরপর সবকিছু থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন; যা তার সংসার জীবনে প্রভাব পড়ে।  

‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা। ২০২৩ সালেও তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। পরবর্তীতে এই গুঞ্জন উড়িয়ে দেন নেহা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়