ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির ‘নির্বাচনি থিম সং’ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২১ জানুয়ারি ২০২৬  
বিএনপির ‘নির্বাচনি থিম সং’ উদ্বোধন আজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অফিসিয়াল ‘নির্বাচনি থিম সং’-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ বুধবার (২১ জানুয়ারি)। 

থিম সংটিতে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার বার্তা তুলে ধরা হবে।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আজ রাত ১২টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আনুষ্ঠানিকভাবে এই থিম সং-এর উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই থিম সং ব্যবহৃত হবে। এতে উন্নয়ন, গণতন্ত্র, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনার প্রতিফলন থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আজই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

নির্বাচন সামনে রেখে বিএনপি এরইমধ্যে তাদের বিভিন্ন নীতিগত কর্মসূচি ও পরিকল্পনা প্রকাশ করেছে। নির্বাচনি থিম সং-এর মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা আরো কার্যকরভাবে পৌঁছাবে বলে আশা করছেন দলীয় নেতারা।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়