ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২০ জানুয়ারি ২০২৬  
৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আলোচ্য পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, শাহজিবাজার পাওয়ার লিমিটেড ও রেনাটা পিএলসি।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৫ জানুয়ারি শাহজিবাজার পাওয়ারের, ২৬ জানুয়ারি ইউনিক হোটেলের, ২৭ জানুয়ারি মুন্নু ফেব্রিক্স ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, ২৮ জানুয়ারি নাভানা ফার্মাসিউটিক্যালস ও ই-জেনারেশনের এবং ২৯ জানুয়ারি রেনাটার এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়