ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছু‌টি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত

সাময়িক বরখাস্ত পু‌লিশ কর্মকর্তা পলাশ রঞ্জন 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৬, ২০ জানুয়ারি ২০২৬
সাময়িক বরখাস্ত পু‌লিশ কর্মকর্তা পলাশ রঞ্জন 

সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। ছবি: সংগৃহীত

ছু‌টি না নি‌য়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে সাময়িক বরখাস্ত ক‌রে‌ছে সরকার। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

পাঁচ মাসের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এ পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুসারে অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়