আবারো ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শামীমা নাসরিন ও মো. রাসেল। ফাইল ফটো।
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গত বছর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জালিয়াতি ও প্রতারণা মামলায় তাদের বিরুদ্ধে কয়েক দফায় কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল (১৯ জানুয়ারি) একটি প্রতারণা মামলায় তাদের ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। রায়ের সময় তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
পুলিশ জানায়, রাসেল ও শামীমার বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল ও সাভারসহ বিভিন্ন থানায় দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে আছে।
বিভিন্ন সময় হওয়া অন্তত সাতটি মামলায় এই দম্পতিকে এ পর্যন্ত প্রায় ১৭ বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তারা।
প্রথম দফায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর একাধিক মামলায় তারা কারাগারে ছিলেন। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল ২০২৩ সালের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
ঢাকা/মাকসুদ/ইভা