ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ স্বর্ণালঙ্কার, নদী ঘাটে নারীর মরদেহ; পরিবারের দাবি হত্যা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০৯, ২০ জানুয়ারি ২০২৬
নিখোঁজ স্বর্ণালঙ্কার, নদী ঘাটে নারীর মরদেহ; পরিবারের দাবি হত্যা

ফাইল ফটো

ঝালকাঠির শহরের নতুন চর এলাকা থেকে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে বাড়ির সামনের সুগন্ধা নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

পরিবার ও স্বজনদের ধারণা, শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে নিলুফা ইয়াসমিনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহতের চাচাতো ভাই আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে এশার নামাজ পড়ে প্রতিবেশীদের বাসায় যেতে ঘর থেকে বের হন নিলুফা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মধ্যরাতে বাড়ির সামনের সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পান স্বজন ও এলাকাবাসী।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় নিলুফার কানে থাকা স্বর্ণের দুল ও নাক ফুল পাওয়া যায়নি। নাকে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকারের জন্যই নিলুফাকে হত্যা করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, উদ্ধার হওয়া নারীর মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়