টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ৪৭ ওভারে নেমে এল ম্যাচ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির প্রভাব পুরোপুরি কাটেনি। টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে অবশেষে টস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) স্থানীয় সময় সকাল ১০টায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে সীমাবদ্ধ রাখা হয়েছে। খেলা শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে।
জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা বাংলাদেশ আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে ভালো শুরুর লক্ষ্যেই ফিল্ডিং বেছে নিয়েছে।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে সংশোধিত লক্ষ্যে ব্যাট করতে নেমে একসময় ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ ব্যাটিং ধসে হার এড়ানো সম্ভব হয়নি। সেই ম্যাচে ভারতের হয়ে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অন্যদিকে, নিউ জিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পূর্ণ ম্যাচ খেলতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ইউএসএ ২৫৩ রান করলেও, নিউ জিল্যান্ডের ইনিংস শুরু হওয়ার পর মাত্র এক ওভারেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন- রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী আলিন, রিজান হোসান, ফরিদ হাসান ফয়সাল (উইকেটকিপার), সামিউন বাসির রাতুল (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন।
নিউ জিল্যান্ডের একাদশে খেলছেন- আরিয়ান মান, হুগো বোগ, টম জোন্স (অধিনায়ক), স্নেহিথ রেড্ডি, মার্কো আলপে (উইকেটকিপার), জ্যাকব কটার, ব্র্যান্ডন ম্যাটজোপোলাস, ক্যালাম স্যামসন, ফ্লিন মোরে, হ্যারি বার্নস ও মেসন ক্লার্ক।
ঢাকা/আমিনুল