ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া, হয়নি এখনো টস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৪, ২০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া, হয়নি এখনো টস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা যেন শুরু থেকেই বৃষ্টির ছায়ায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারের হতাশা কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে এখনো টসই অনুষ্ঠিত হয়নি।

ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত টস নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে কাভারে।

আরো পড়ুন:

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টির প্রভাব ছিল স্পষ্ট। পুরো ৫০ ওভারের ম্যাচ হিসেবে শুরু হলেও মাঝপথে বৃষ্টির কারণে খেলা ছোট হয়ে আসে। সংশোধিত লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ একসময় বেশ ভালো অবস্থানে ছিল। ২ উইকেটে ১০৬ রান তুলে নিয়ন্ত্রণেও ছিল ম্যাচ। কিন্তু এরপরই হঠাৎ ধস নামে ব্যাটিংয়ে। ডিএলএস সমীকরণ, চাপ আর ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত ১৮ রানে হার মানতে হয় বাংলাদেশকে।

ওই ম্যাচে ভারতের হয়ে বৈভব সূর্যবংশী ছিলেন ম্যাচের বড় পার্থক্য গড়ে দেওয়া নাম। তিনি খেলেন ৭২ রানের দারুণ ইনিংস, পাশাপাশি একটি অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে অভিজ্ঞান কুন্ডুর ধৈর্যশীল ৮০ রানের ইনিংসে ভারত গড়ে তোলে ২৩৮ রানের সংগ্রহ।

অন্যদিকে, নিউ জিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে বৃষ্টির ভোগান্তি থেকে রেহাই পায়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ইউএসএ তোলে ৯ উইকেটে ২৫৩ রান। নিটিশ সুদিনির দুর্দান্ত সেঞ্চুরিই ছিল ইনিংসের মূল আকর্ষণ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক ওভার খেলার সুযোগ পায় নিউ জিল্যান্ড। এরপর বৃষ্টি নেমে এলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সব মিলিয়ে গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ও নিউ জিল্যান্ড দুই দলই চাইবে অন্তত একটি পূর্ণ ম্যাচ খেলে নিজেদের অবস্থান মজবুত করতে। এখন সবার চোখ আকাশের দিকে, কবে বৃষ্টি থামবে আর কবে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়