গাইবান্ধায় তোপের মুখে আসিফ নজরুল
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামি জিম বলেন, ‘‘এই আইন উপদেষ্টা কোনো কাজের না। শরিফ ওসমান হাদিসহ বহু হত্যার বিচার নিয়ে তিনি জনগণের সামনে মুলা ঝুলিয়ে রেখেছেন। তাকে আমরা আর এই পদে দেখতে চাই না।’’
এর আগে, বেলা পৌনে ৪টার দিকে স্টেডিয়ামে পৌঁছান আইন উপদেষ্টা। তিনি মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন।
মতবিনিময় সভায় আসিফ নজরুল বলেন, ‘‘ভোটারদের আস্থা বৃদ্ধি করতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু, গণভোটে হ্যাঁ, না—এর বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। হাসিনার শাসনামলে গুম-খুন-হত্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ ভোটের মাধ্যমে সেই অপসংস্কৃতি দূর করতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে সেটা একজন খুনি ঠিক করে দিত।’’
আসিফ নজরুলের বক্তব্য চলাকালে হাদি হত্যার বিচার চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্যানার হাতে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিতে থাকেন। এ সময় উপদেষ্টা বক্তব্য শেষ না করেই ইনডোর স্টেডিয়াম ত্যাগ করেন।
ঢাকা/মাসুম/রাজীব