বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
মারা যাওয়া পাখি
বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যুর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় ইঞ্জিনিয়ারিং অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই-একটা পাখি মৃত অবস্থায় দেখা যাচ্ছিল। গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইয়ার্ড এলাকায় হাই-মাস্ট লাইট বিদ্যুৎ সংযোগ বক্সের তালা খুললে ভেতরে প্রায় ৩০টি মৃত পাখি পাওয়া যায়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। লাইট পোস্টে খোলা ও অপর্যাপ্তভাবে রক্ষিত বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুতিক শকের শিকার হয়। ফলে একে একে মারা যায় পাখিগুলো।
তাদের অভিযোগ, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি স্পষ্টতই ইঞ্জিনিয়ারিং ত্রুটির ফল। নিয়ম অনুযায়ী হাই-মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কাভার, ইনসুলেশন ও বন্যপ্রাণী-নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক। তবে, বাস্তবে তা মানা হয়নি বলেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, “বিষয়টি আমি কয়েকদিন আগে শুনেছি, আগামীকাল বিষয়টি নিয়ে আমি ঢাকায় চিঠি দেব।”
ঢাকা/রিটন/মাসুদ