ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে স্পোর্টিংয়ের চমক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০০, ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে স্পোর্টিংয়ের চমক

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে বড় এক অঘটনের জন্ম দিল স্পোর্টিং সিপি। শেষ দিকে লুইস সুয়ারেজের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ২-১ ব্যবধানে হারিয়ে তাক লাগানো জয় তুলে নিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

লিসবনের গর্জনমুখর এস্তাদিও জোসে আলভালাদেতে ম্যাচের প্রথমার্ধজুড়ে আধিপত্য বিস্তার করেছিল পিএসজি। একের পর এক আক্রমণে স্পোর্টিংকে চাপে রাখে লুইস এনরিকের দল। প্রথমার্ধে দুই দফায় তাদের গোল বাতিল হয়। বিরতির পরও অফসাইড ও ফাউলের কারণে আরেকটি গোল স্বীকৃতি পায়নি।

আরো পড়ুন:

তবে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায় ৭৪তম মিনিটে। প্রতিপক্ষের রক্ষণে সুযোগের অপেক্ষায় থাকা কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ হঠাৎ করেই স্পোর্টিংকে লিড এনে দেন। ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর কর্নার থেকে আসা বল আংশিক ক্লিয়ার হলেও গেনি কাতামোর শট প্রতিহত হয়। সেই সুযোগে একা পড়ে গিয়ে সহজ ফিনিশে নিজের ২১তম গোলটি করেন সুয়ারেজ।

এরপর অবশ্য দ্রুতই সমতা ফেরায় পিএসজি। বদলি হিসেবে নামা জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারাতসখেলিয়া বাঁ দিক থেকে কাট ইন করে দূরের ওপরের কোণায় দুর্দান্ত শটে বল পাঠান জালে (১-১)। মনে হচ্ছিল, চ্যাম্পিয়নরাই শেষ হাসি হাসবে।

কিন্তু নাটক তখনও বাকি। ৯০ মিনিটে এসে পিএসজির জন্য দুঃস্বপ্ন হয়ে ফের হাজির হন সুয়ারেজ। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের জোরালো শট গোলরক্ষক লুকাস শেভালিয়ে ঠিকমতো সামলাতে না পারলে ফিরতি বল পেয়ে হেডে জাল কাঁপান স্পোর্টিং স্ট্রাইকার। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

ম্যাচজুড়ে পিএসজির আক্রমণভাগ সক্রিয় থাকলেও ভাগ্য সহায় হয়নি। নুনো মেন্দেস, ডেম্বেলে, ভিতিনিয়া, মারকিনিওসদের একাধিক প্রচেষ্টা রুখে দেন স্পোর্টিং গোলরক্ষক রুই সিলভা। আবার ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয় ফাবিয়ান রুইজের ক্রস থেকে জাইরে-এমেরির হেডে করা গোল। অন্যদিকে স্পোর্টিংও কাউন্টার আক্রমণে ধারালো ছিল, যার চূড়ান্ত ফল মিলেছে শেষ মুহূর্তে।

এই জয়ে পিএসজির সঙ্গে ১৩ পয়েন্টে সমতা এনে লিগ পর্বে ষষ্ঠ স্থানে উঠে এলো স্পোর্টিং। চ্যাম্পিয়নদের থেকে তারা এখন মাত্র এক ধাপ পিছিয়ে। লিগ পর্বে একটি ম্যাচ বাকি থাকলেও এই ফলাফল চ্যাম্পিয়নস লিগের সমীকরণে নতুন করে উত্তেজনা যোগ করল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়