ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১৩, ২১ জানুয়ারি ২০২৬
মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

ইলিয়াস জাভেদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নিজ বাসভবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।  

শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য রুমানা ইসলাম মুক্তি জাভেদের মৃত্যুর খবরটি রাইজিংবিডিকে জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন জাভেদ।  

আরো পড়ুন:

জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, “আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এক সময় বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে দুজন নার্স এসে জানান, তার সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। কায়সার পাশা পরিচালিত উর্দু ভাষার ‘মালান’ সিনেমায় প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তার চাহিদা বাড়তে থাকে। এতে তার বিপরীতে অভিনয় করেন শাবানা। পরবর্তীতে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন এই তারকা।  

জাভেদ অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে—‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘চোরের রাজা’, ‘জালিম রাজকন্যা’ প্রভৃতি।

ঢাকা/রাহাত/লিপি/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়