ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৩ কিশোর আটক
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনের সন্নিকটে পাথর নিক্ষেপ করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হলে ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন কিশোরকে ধরে ফেলে তারা।
মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে তিন কিশোরকে ধরে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে গেছে ট্রেনে থাকা জিআরপি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি রেলওয়ের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেপ্তার কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা/সোহাগ/বকুল