ময়মনসিংহে লোকাল ট্রেন বন্ধ, হাজার হাজার যাত্রীর ভোগান্তি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইঞ্জিন সংকটে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ, ভৈরব ও দেওয়ানগঞ্জ চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এই ট্রেনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ কবে নাগাদ ট্রেন চালু হবে তা জানাতে পারেনি।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট আব্দুলাহ আল হারুন জানান, ময়মনসিংহ থেকে যে সব লোকাল ট্রেন চলাচল করে, ইঞ্জিন সংকটের কারণে সবগুলো বন্ধ আছে। ইঞ্জিন মেরামত করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দ্রুত ইঞ্জিনের সমস্যা সমাধান করে ট্রেনগুলো চালু করা হবে বলে জানান তিনি।
এই বিষয়ে লোকোশেড ইনচার্জ মাসুদ আহমেদ জানান, ইঞ্জিনের প্রাপ্যতা না থাকায় লোকাল ট্রেনগুলো চালানো সম্ভব হচ্ছে না। ইঞ্জিনের প্রাপ্যতা স্বাভাবিক হলে ট্রেন চালানো সম্ভব হবে। এই বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছে।
ময়মনসিংহ-জারিয়া রুটে জারিয়া লোকাল ট্রেনে প্রতিদিন ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার হাজার হাজার যাত্রী চলাচল করে থাকে। ময়মনসিংহ রেলস্টেশন থেকে মাত্র পাঁচটি বগি নিয়ে জারিয়া জাঞ্জাইল স্টেশন পর্যন্ত দিনে চারবার আসা-যাওয়া করে ট্রেন।
ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ স্টেশনে সকালে ও বিকালে দুইবার পাচটি বগি নিয়ে আসা-যাওয়া করে থাকে। বিকল্প সড়কে খরচ বেশি হওয়ায় স্বল্প খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম জারিয়া ও মোহনগঞ্জ লোকাল ট্রেনটি।
এই ট্রেনে নেত্রকোনা জেলার নেত্রকোনা কোর্ট, হিরনপুর, অথিতপুর, চল্লিশা, বাংলা, ঠাকুরাকোণা, বারহাট্টা, মোহনগঞ্জ, শ্যামগঞ্জ, পূর্বধলা, জালসুকা, জারিয়া জাঞ্জাইল, দুর্গাপুর, কলমাকান্দা; ময়মনসিংহ জেলার শম্ভূগঞ্জ, গৌরীপুর, বিসকা, তারাকান্দা এবং সুনামগঞ্জ জেলার ধরমপাশা, বাদশাগঞ্জ, মধ্যনগর, তাহেরপুর, জয়শ্রী, দিরাই, রাজনগরসহ বেশ কয়েকটি অঞ্চলের যাত্রীরা চলাচল করে।
লোকাল ট্রেন দুটি বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প হিসেবে বেশি ভাড়ার বাস বা সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করতে হচ্ছে। ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও অতিরিক্ত খরচ হচ্ছে।
ঢাকা/মিলন/বকুল