ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলফাডাঙ্গায় ৩ বিএনপি নেতাকে বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৫ জানুয়ারি ২০২৬  
আলফাডাঙ্গায় ৩ বিএনপি নেতাকে বহিষ্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

আরো পড়ুন:

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এই সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর বলে গণ্য হবে। দলের কোনো স্তরের নেতাকর্মীদের এই বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন গণমাধ্যমকে বলেন, ‘‘দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’’ 
 

ঢাকা/তানিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়