ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩২, ২৫ জানুয়ারি ২০২৬
মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা 

মুফতি আমির হামজা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর আমলী আদালতে মানহানির মামলা দায়ের করেছেন আব্দুল আলিম নামের এক আইনজীবী।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ মামলা করা হয়। আদালতের বিচারক মখলেসুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন:

মামলার বাদী আব্দুল আলিম বলেছেন, “সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছে। বিএনপিসহ আমাদের সকলের মানহানি হয়েছে।  এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই, আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

ঢাকা/সোহাগ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়