ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৩, ২৫ জানুয়ারি ২০২৬
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান রাইজিংবিডি ডটকমকে বলেন, “শুক্রবার রাতেই নিহত কানিজ সুবর্ণার বাবা রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলার গতিপ্রকৃতি নির্ধারণ করা হবে।”

আরো পড়ুন:

এর আগে শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মা ও ৯ মাস বয়সী শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে মানবিক বিবেচনায় মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হলে সেখানে কারাবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান। বর্তমানে তিনি যশোর জেলা কারাগারে রয়েছেন।

শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণা (২২) ও তার ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। কারাবন্দী থাকার কারণে সন্তানের জন্মের পর জুয়েল তাকে কখনো দেখতে পারেননি।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জানাজা শেষে কানিজ সুবর্ণার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

নিহত সুবর্ণার ভাই মো. শুভ জানান, দীর্ঘদিন স্বামী কারাবন্দী থাকায় তাঁর বোন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করে আনার দাবি জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা জুয়েল হাসান সাদ্দামকে চলতি বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি একাধিক মামলায় কারাগারে আছেন।

ঢাকা/শেখ বাদশা/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়