ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ঘুমন্ত মেকানিককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৭, ২৫ জানুয়ারি ২০২৬
নরসিংদীতে ঘুমন্ত মেকানিককে পুড়িয়ে হত্যার অভিযোগ

চঞ্চল চন্দ্র ভৌমিক

নিরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২২) নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে পুলিশ লাইন্স এলাকার একটি গাড়ির ওয়ার্কশপে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে মেকানিকের কাজ করতেন চঞ্চল। শুক্রবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে ক্লান্ত শরীরে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। আটকা পড়া চঞ্চল বাঁচার আকুতি জানালেও শাটারে তালা দেওয়া থাকায় বের হতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

স্থানীয় দোকানদার রাজিব সরকার বলেন, “এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে দেখা গেছে, কয়েকজন লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। আগুনে পুড় চঞ্চল মারা গেলেন, কেউ তাকে বাঁচাতে পারল না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়