ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহাসড়কে চলাচলের অনুমতি চেয়ে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি পুরাতন বাজার এলাকা অবরোধ করে তারা বিক্ষোভ করেন। ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলচল বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি পুরাতন বাজার ও তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় দুই শতাধিক অটোরিকশা মহাসড়কে দাঁড় করিয়ে প্রতিবাদে অংশ নেন চালকরা। তাদের দাবি ছিল, মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
অটোরিকশা চালকদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী মহাসড়ক অতিক্রম হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান অটোরিকশা চালকদের অভিযোগ অস্বীকার করে বলেন, “অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। মারধরের অভিযোগও তিনি নাকচ করেন।
ঢাকা/রফিক/মাসুদ