ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষ চায় নিরাপদ পরিবেশে ব্যবসা করতে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬
মানুষ চায় নিরাপদ পরিবেশে ব্যবসা করতে: তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। চট্টগ্রাম ও সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই পরিবেশে তারা ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। বাণিজ্যিক সুবিধা তারা চান।” 

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, “একটি লক্ষ্যকে সামনে রেখে, অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের পুণ্যভূমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল এখান থেকে। চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।”

তিনি বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতা কেন আন্দোলন করেছিল? কারণ গত ১৬ বছর বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দেবে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য, নিরাপদে চাকরি ও নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দেবে।” 

বিএনপি চেয়ারম্যান বলেন, “আজ এই নির্বাচনি জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, তাদের সম্পর্কে আপনাদের হয়তো অনেক কথা বলতে পারি। তাদের হয়তো অনেক দোষ ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? ভরবে না।” 

তিনি বলেন, “বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতোবার সরকারে ছিল, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। সে জন্যই আমি ১৭ বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে, ‘উই হ্যাভ এ প্লান’ অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে।” 

তারেক রহমান বলেন, “বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক হচ্ছে তরুণ বা যুব সমাজ। এই কোটি কোটি তরুণ ও যুব সমাজের সদস্যরা চান কাজ করতে, তারা চান কর্মসংস্থান।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়