ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সত্য সংকটে মম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬
সত্য সংকটে মম

জাকিয়া বারী মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন এক ব্যতিক্রমী নারী চরিত্রে। যেখানে সব গঞ্জনা আর সামাজিক বাঁধা উপেক্ষা করে একজন সত্যবাদী মানুষকে আপন করে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিতে দেখা যাবে তাকে।

ফুলবানু নামের এই চরিত্রটি থাকছে ‘সত্য সংকট’ শিরোনামের একক নাটকে। নাটকটির গল্প লিখেছেন আসাদ সরকার। পরিচালনার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

আরো পড়ুন:

ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। লাভলু ও মমের পাশাপাশি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়েকা আহমেদ, আমিন আজাদ, আনিসুর রহমান বরুণ, সুজিত বিশ্বাস, আনোয়ার শাহি, মাহাবুব আলমসহ আরও অনেকে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে মজনু নামের এক তরুণকে ঘিরে, যিনি যেকোনো পরিস্থিতিতেই সত্য বলা থেকে বিরত থাকতে পারেন না। তার এই অকপট সত্যবাদিতাই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় সংকট। বিয়ের সম্বন্ধ এলেই কনেপক্ষের সামনে নিজের সব সত্য অকপটে তুলে ধরে মজনু। ফলে একের পর এক সুযোগ হাতছাড়া হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে বুড়ো হতে থাকে সে। ঠিক এই সময়েই তার জীবনে আসে ফুলবানু। মজনুর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় সে।

নাটকটি সম্পর্কে জাকিয়া বারী মম বলেন, “সালাহউদ্দিন লাভলু একাধারে একজন বড় মাপের নির্মাতা এবং নন্দিত অভিনেতা। তাঁর পরিচালনায় এবং তাঁর বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই ভিন্ন রকম। ‘সত্য সংকট’-এর ফুলবানু চরিত্রটি দর্শকদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। গল্প, চরিত্র, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

‘সত্য সংকট’ নাটকটি আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়