ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোস্টাল ব্যালট গ্রহণে প্রস্তুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ জানুয়ারি ২০২৬  
পোস্টাল ব্যালট গ্রহণে প্রস্তুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

রবিবার পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্স লক করা হয়। ছবি: রাইজিংবিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাস থেকে পাঠানো পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্স লক করেন। একই সঙ্গে ব্যালট গ্রহণের জন্য পৃথক কক্ষও নির্ধারণ করা হয়।

আরো পড়ুন:

ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ব্যালট বাক্স লক কার্যক্রম শেষে সাংবাদিকদের বলেন, “এবার ওসিভি ও আইসিপিভি দুই ধরনের পোস্টাল ভোটের ব্যবস্থা রয়েছে। যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ব্যালট সংরক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা কক্ষ স্থাপন করা হয়েছে। ঢাকা-১৩ আসনের জন্য এখানে ২৪টি ব্যালট বাক্স রাখা হয়েছে।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,“ প্রতিটি ব্যালট বাক্সের লক নম্বরসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কক্ষে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকবে।”

ইসি সূত্রে জানা গেছে, প্রতি আসনে ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হচ্ছে। এবারের নির্বাচনে দেশের ভেতরে ও প্রবাসে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন করেছেন। মোট ৩০০টি আসনেই এই ভোটিং ব্যবস্থা কার্যকর হচ্ছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে, সেগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পর আসা ব্যালট আলাদাভাবে সংরক্ষণ করা হবে, তবে গণনায় ধরা হবে না।

ঢাকা/এমএস/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়