এমএফএস সেবা প্রদানে সহযোগী কোম্পানি করবে ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। এ সেবা প্রদানের লক্ষ্যে একটি সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৩৮৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সহযোগী প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন সাপেক্ষে এমএফএস সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।
কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন থাকবে ৫০ কোটি টাকা, যা ভবিষ্যতে ব্যবসার বিস্তৃতি ও বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।
নতুন প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। বাকি শেয়ারসমূহ বাংলাদেশ ব্যাংকের এমএফএস সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে অফার করা হতে পারে বলে জানানো হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংকের মতো বড় একটি ব্যাংকের এমএফএস খাতে প্রবেশ প্রতিযোগিতা আরো বাড়াবে। বর্তমানে দেশে বিকাশ, নগদ, রকেটসহ কয়েকটি প্রতিষ্ঠান এই খাতে সক্রিয় রয়েছে। নতুন করে ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি যুক্ত হলে গ্রাহকরা আরো বিকল্প সেবা পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক, বড় গ্রাহকভিত্তি ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং অভিজ্ঞতা এমএফএস ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ব্যাংকটির এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতেও সহায়ক হবে।
ঢাকা/এনটি/ফিরোজ