ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০১ বছর বয়সেও তরুণীদের মতো উচ্ছ্বল জিয়াং

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৮, ২৫ জানুয়ারি ২০২৬
১০১ বছর বয়সেও তরুণীদের মতো উচ্ছ্বল জিয়াং

জিয়াং। ছবি: সংগৃহীত

তার বয়স ১০১ বছর। কিন্তু জীবন যাপন করেন একেবারে তারুণীর মতো! রাত জেগে টিভি দেখেন, পছন্দের অনুষ্ঠান দেখতে দেখতে স্ন্যাকস খান—সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। তারপরেও সুস্থ আছেন  দক্ষিণ চিনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা জিয়াং, তিনি সাত সন্তানের জননী। 

জিয়াংয়ের মেয়ে ইয়াও সংপিং জানিয়েছেন, তার মা রাত ২টা পর্যন্ত টিভি দেখেন,  পছন্দের স্ন্যাকস খান। এত রাত জাগার ফলে সকালে তার ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় ১০টা। ঘুম থেকে উঠে জিয়াং কড়া এককাপ গ্রিন টি পান করেন। 

আরো পড়ুন:

দুপুর তিনটার আগে লাঞ্চ গ্রহণ করেন না জিয়াং। ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝামাঝি সময়ে অল্প কিছু খান। এরপর সন্ধ্যা ঠিক ৬টা বাজলে ভারী খাবার খান। আবার রাত ৯টায় স্ন্যাকস খান। জিয়াংয়ের প্রিয় স্ন্যাকস পেস্ট্রি – মাতিসং। এছাড়া বিস্কিট, মিষ্টি আলু ও চিনির রসে তৈরি যে কোনও খাবার তার খুব প্রিয়।

স্বাস্থ্য নিয়ে তার খুব বেশি আতঙ্ক নেই।  জিয়াংয়ের পরিবার সূত্রে জানা যাচ্ছে, দুই বছর আগে তার হাত ভেঙে গিয়েছিল, এবং অস্ত্রোপচার হয়। তখন তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেই থেকে এমন অভ্যাস শুরু জিয়াংয়ের। যেহেতু কাজকর্ম ছিল না, তাই সময় কাটানোর জন্য দিনের বেলা ঘুমোতেন আর টিভি দেখতেন। জিয়াং রাত জাগতেন। ওই সময়টাতেই সারাক্ষণ স্ন্যাকস খাওয়ার অভ্যাসও তখন রপ্ত করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই রুটিনেই অভ্যস্ত হয়েছেন জিয়াং। 

জিয়াংয়ের মেয়ে জানিয়েছেন, জিয়াংয়ের হজমের সমস্যা নেই। তার দাঁতও ভালো আছে। বেহিসেবী জীবনযাপন করেও তার সুস্থ থাকার অন্যতম হাতিয়ার হলো মানসিক শান্তি। জিয়াং কখনও কারও সঙ্গে ঝগড়া করেন না, রাগারাগি করেন না, তিনি শান্তিতে থাকতে ভালোবাসেন।

জিয়াংয়ের তরুণীদের মতো এমন উচ্ছ্বল জীবন যাপন নেটদুনিয়ায় অন্যতম চর্চার বিষয়। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়