ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৫, ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

রবিবার ঢাকার বাড্ডার সাতারকুলে নির্বাচনি প্রচার চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের জন্য শেষ দিন হবে। ভোটারদের কোনো প্রলোভন বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। 

রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার বাড্ডার সাতারকুলে নির্বাচনি প্রচারের সময় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

নাহিদ ইসলাম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই। একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।"

তিনি বলেন, "আপনারা কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেনম, যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।"

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।” 

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়