ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসির সিদ্ধান্তে ‘আর কোনো পদক্ষেপ’ নয় বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৬, ২৫ জানুয়ারি ২০২৬
আইসিসির সিদ্ধান্তে ‘আর কোনো পদক্ষেপ’ নয় বিসিবির

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে যে চিঠির অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা পেয়ে গেছে। বিশ্বকাপ খেলতে না যাওয়ার নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা আইসিসিকে জানানোর পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে অপেক্ষা ছিল বোর্ড।

আইসিসি থেকে গতকাল জানানো হয়েছে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাদ। বাংলাদেশের জায়গায় নেওয়া হচ্ছে স্কটল্যান্ডকে। বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশ কোনো আইনি পদক্ষেপ নেবে না। গতকাল বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির সিদ্ধান্তকে মেনে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আরো পড়ুন:

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেছেন, ‘‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।”

আইনী কোনো পদক্ষেপে যাওয়ার বড় সুযোগও নেই বিসিবির। কারণ আইসিসিরি এই বোর্ড সভায় বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ খারিজ হয়ে যায় সদস্যগুলোর ভোটাভুটিতে। বাংলাদেশ নিজের ভোট বাদে মাত্র একটি দেশের ভোট পেয়েছে। মোট ১৬টি দেশের ভোটের ১৪টিই বাংলাদেশের বিপক্ষে গেছে।

আইসিসির বোর্ড মেম্বাররা বাংলাদেশের বিপক্ষে মত দেওয়ায় আইসিসির সিদ্ধান্ত নিতে সহজ হয়ে গেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইসিসি সরাসরি বলেছে, ‘‘ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।”

গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ভারতে না যাওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের। বোর্ড পরিচালক আজমাদও একই কথা বলেছেন, ‘‘আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।”

“ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।” – যোগ করেন তিনি।

১৯৯৯ সাল থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও নিরাপদ অনুভব না করায় ভারত সফর করছে না বাংলাদেশ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই ছিল কলকাতায়। আরেকটি ছিল মুম্বাইয়ে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়