ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের বিয়ে করলেন মধুমিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬
ফের বিয়ে করলেন মধুমিতা

প্রেমিকের গলায় মালা পরাচ্ছেন মধুমিতা সরকার

চুটিয়ে প্রেম করার পর প্রেমিকের গলায় মালা পরালেন ‘পাখি’খ্যাত তারকা অভিনেত্রী মধুমিতা সরকার। তার বরের নাম দেবমাল্য চক্রবর্তী। শুক্রবার (২৩ জানুয়ারি) সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দেবমাল্যর প্রথম হলেও মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। খবর হিন্দুস্তান টাইমসের।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের মণ্ডপে মধুমিতা ধরা দেন সাবেকি বাঙালি সাজে। তার পরনে টকটকে লাল বেনারসি, কপালে নিখুঁত চন্দনের কলকা, সোনার গহনায় তাকে অপূর্ব দেখাচ্ছে। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবিতে বর বেশে দেবমাল্যকেও বেশ মানিয়েছে। পায়ে হেঁটে মণ্ডপে পৌঁছান মধুমিতা। মালাবদল, সিঁদুরদান, সাতপাক—সাবেকি বিয়ের সব রীতিনীতি মেনে চারহাত এক হয়েছে দুজনের।    

আরো পড়ুন:

বিয়ে বাড়িতে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল না, কনের আবদার ছিল দেবমাল্য তাকে না দেখা পর্যন্ত তার কোনো ছবি যেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করা হয়। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।  

সিঁদুর দিয়ে দেবমাল্য তার প্রেয়সী মধুমিতার সিঁথি রাঙাচ্ছেন


অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার। প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল।  

মধুমিতা-দেবমাল্য ছোটবেলার বন্ধু। মাঝে বেশ কয়েক বছর তাদের যোগাযোগ ছিল না। কিন্তু দ্বিতীয়বার কাছাকাছি আসার পর আর দেরি করেননি। একসঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন তারা। গত ১৮ জানুয়ারি বাগদান সারেন। এবার অগ্নি সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল। 

বিয়ের আসরে দেবমাল্য-মধুমিতা


ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়