ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করছে ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৫ জানুয়ারি ২০২৬  
নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করছে ইসি

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন(ইসি)।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। তবে এটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। 

আরো পড়ুন:

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত আছেন।

ব্রিফিং শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ব্রিফিং অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন।

এদিকে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা/এমএস/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়