ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায় ধস: আপাতত সিনেমাকে অনন্ত জলিলের ‘না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৪, ২৬ জানুয়ারি ২০২৬
ব্যবসায় ধস: আপাতত সিনেমাকে অনন্ত জলিলের ‘না’

অনন্ত জলিল

নিজের গার্মেন্টস ব্যবসায় ‘ধস’ নামার কারণে আপাতত সিনেমাকে বিদায় জানালেন আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। ব্যবসায়ীক সংকট কাটাতে এখন অধিক মনোযোগী তিনি। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এই তারকা। 

গতকাল দেওয়া এই সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, “সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।” 

আরো পড়ুন:

ব্যাখ্যা করে অনন্ত জলিল বলেন, “যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করেছি, এটা আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরো কঠিন অবস্থায় পড়ে যাব।” 

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় পা রাখেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গী ছিলেন স্ত্রী বর্ষা। গত বছর অভিনয় ছাড়ার ঘোষণা দেন বর্ষা। এ বিষয়ে অনন্ত জলিল বলেন, “যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউ করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।” 

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দুটো শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ কী? এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, “যদি কখনো ভালো সময় আসে তবে করব, নইলে না।” 

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়