ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চাইবে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৯, ২৬ জানুয়ারি ২০২৬
অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চাইবে দুদক

ঊর্মিলা শ্রাবন্তী কর

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।  

দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিযানকালে সংগ্রহ করা নথিপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে তিনজনের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  

আরো পড়ুন:

জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হবে। এছাড়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বত্বাধিকারী সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়া হবে। বর্তমানে সৈয়দ গাউসুল আলম ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। 

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, “এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর মাধ্যমে বড় ধরনের অর্থ পাচার হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদকের সংশ্লিষ্ট টিম।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়