ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন রোগে আক্রান্তের তথ্যকে মিথ্যা দাবি বিল গেটসের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৬, ৩১ জানুয়ারি ২০২৬
যৌন রোগে আক্রান্তের তথ্যকে মিথ্যা দাবি বিল গেটসের

যৌন রোগে আক্রান্তের তথ্যকে মিথ্যা বলে খারিজ করে দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত প্রকাশিত নতুন ফাইলে বিল গেটসকে নিয়ে এ দাবি করা হয়েছিল।

যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত আরো কিছু ফাইল শুক্রবার প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলির মতো নতুন ফাইলগুলিতেও বিশিষ্টজনেদের নাম রয়েছে। এই ফাইলগুলিতে নাম রয়েছে ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের।

নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ইমেইলও। নিজেই নিজেকে এই ইমেলগুলি করেছিলেন এপস্টিন। সেই রকমই একটি ইমেইলে দাবি করা হয়েছে, রুশ নারীদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন বিল গেটস। তার পর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্দা গেটসকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন।

২০১৩ সালের ১৮ জুলাই তারিখের দুটি ইমেইল এপস্টিন নিজেই তৈরি করেছিলেন বলে মনে হচ্ছে। তবে এটি স্পষ্ট নয় যে সেগুলো কখনোগেটসকে পাঠানো হয়েছিল কিনা। দুটিই এপস্টিনের ইমেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল এবং একই অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তবে গেটসের সাথে সম্পর্কিত কোনো ইমেইল অ্যাকাউন্ট দৃশ্যমান নয় এবং দুটি ইমেইলই স্বাক্ষরবিহীন।

একটি ইমেইল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগপত্র হিসাবে লেখা এবং অভিযোগ করা হয়েছে, ‘রাশিয়ান মেয়েদের সাথে যৌন সম্পর্কের পরিণতি মোকাবেলা করার জন্য’ গেটসের জন্য ওষুধ কিনতে হয়েছিল।

অন্য ইমেইলটি ‘প্রিয় বিল’ দিয়ে শুরু হয়, গেটস বন্ধুত্বের অবসান ঘটানোর অভিযোগ করে এবং গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডার যৌন সংক্রমণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করার বিষয়ে দাবি করা হয়।

গেটসের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “এই দাবিগুলো একজন প্রমাণিত, অসন্তুষ্ট মিথ্যাবাদীর কাছ থেকে - একেবারেই অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা।”

ওই মুখপাত্র বলেছেন, “এই নথিগুলো কেবলমাত্র যা প্রমাণ করে তা হল গেটসের সাথে তার কোনো স্থায়ী সম্পর্ক না থাকার কারণে এপস্টিনের হতাশা এবং ফাঁদে ফেলা এবং মানহানি করার জন্য তিনি যে সীমা অতিক্রম করবেন তার মাত্রা।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়