ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিবন্ধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ আমজনগণ পার্টির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৩১ জানুয়ারি ২০২৬  
নিবন্ধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ আমজনগণ পার্টির

নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। নিবন্ধন প্রদানের বিষয়ে দলটি নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকা থেকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ইসি ভবনের সামনে পৌঁছান। এ সময় পুলিশের বাধার মুখে পড়লে তারা ইসি ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

পরে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে প্রবেশ করে। সিইসি কিংবা নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তারা ইসিতে গেলেও প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সচিব কেউই তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। পরে প্রতিনিধিদলকে ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খানের সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয়। তবে যুগ্ম সচিবের সঙ্গে সাক্ষাতে অনাগ্রহ প্রকাশ করে প্রতিনিধিদল ইসি ভবন ত্যাগ করে।

ইসি থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাতিমা তাসনিম। তিনি বলেন, “আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের কথা বলে যুগ্ম সচিবের দরজার সামনে নিয়ে দাঁড় করানো হয়েছে। এ কারণে আমরা সাক্ষাৎ না করেই ফিরে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমরা নিবন্ধন না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।”

এদিকে, নিবন্ধনের দাবিতে সিইসি ও নির্বাচন কমিশন সচিবের প্রতীকী পুতুলে পচা ডিম নিক্ষেপ কর্মসূচিও পালন করে দলটি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আমজনগণ দলের নেতাকর্মীরা ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

 

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়