তিস্তাপাড়ে বসে আখতারের ইশতেহার, ভারতের সঙ্গে বন্ধুত্বে জোর
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ৪৯ দফা নির্বাচনি ইশতেহার দিয়েছেন। ইশতেহারে তিস্তা চরাঞ্চলের কৃষি রক্ষা, পানি ব্যবস্থাপনা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া তিস্তা রেলসেতুর নিচে সংবাদ সম্মেলন করে নিজের ইশতেহার ঘোষণা করেন আখতার হোসেন।
ইশতেহারে এনসিপির এই নেতা বলেন, তিস্তার চরাঞ্চলের কৃষিকে বাঁচাতে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। উজানে পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কবার্তা নিশ্চিত করতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কৃষিনির্ভর উত্তরের চরাঞ্চলের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় বা বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে। এতে চরাঞ্চলের কৃষক, মৎস্যজীবী ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে এগ্রোবেজ ইন্ডাস্ট্রি ও কৃষি হিমাগার প্রতিস্থাপন করা হবে।
আখতার হোসেন বলেন, আলু সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং কৃষক যাতে ন্যায্যমূল্য পায়; সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পাট খাতের উন্নয়নে পাট চাষ বাড়ানো ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরেন।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছায় নারীদের নরমাল ডেলিভারির জন্য আলাদা সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, হরিজন সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
শিক্ষা ও কর্মসংস্থান খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আখতার হোসেন বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকায় আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে তরুণদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়া হবে এবং মাদক নির্মূলে বিশেষ পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে।
ঢাকা/আমিরুল/রাজীব