ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজার-৩: সরে দাঁড়ানো জামায়াতের মান্নান হঠাৎ ভোটের মাঠে

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ৩১ জানুয়ারি ২০২৬  
মৌলভীবাজার-৩: সরে দাঁড়ানো জামায়াতের মান্নান হঠাৎ ভোটের মাঠে

শনিবার বিকালে মৌলভীবাজার শহরে ভোটর মিছিল নিয়ে মাঠে নেমে শোরগোল ফেলে দিয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান। ছবি: রাইজিংবিডি।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নির্বাচন থেকে জোটের সিদ্ধান্তে মেনে সরে দাড়ানোর পর হঠাৎ মাঠে নেমে পড়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার শহরে ভোটর মিছিল নিয়ে মাঠে নেমে শোরগোল ফেলে দিয়েছেন মান্নান। 

আরো পড়ুন:

দীর্ঘ কয়েক বছর মাঠ চষে বেড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী মান্নান জোটগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাড়ালে আমেজহীন হয়ে পড়ে এই আসনের ভোটের পরিবেশ। নিরুত্তাপ হয়ে পড়ে ভোটের হাওয়া।

এই আসনে নির্বাচন করা প্রার্থীরা হলেন, বিএনপির এম নাসের রহমান, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান, খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত। 

মনোনয়ন প্রত্যাহার না করেও জোটগত সিদ্ধান্তে দাঁড়ান জামায়াতের মান্নান। কারণ, এই আসনটি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের বিলালের জন্য ছেড়ে দেওয়া হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর পরিচালনায় মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্নান বলেন, ‍“দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। ১২ তারিখ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।”

সমাবেশে আগামী ৭ জানুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কুলাউড়া উপজেলায় সফরকে স্বাগত জানান নেতারা।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন ও ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ উপস্থিত ছিলেন। 

ঢাকা/আজিজ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়