ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইকবালের ৫ উইকেট, সান্ত্বনা জয়ে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৩১ জানুয়ারি ২০২৬  
ইকবালের ৫ উইকেট, সান্ত্বনা জয়ে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের

যুব বিশ্বকাপে বাংলাদেশের সফর ভালো হয়নি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আগেই। সফরের শেষটা কেমন করে সেটাই ছিল দেখার। স্বাগতিক জিম্বাবুয়ে সেই লড়াইয়ে বাংলাদেশের জন‌্য হুমকি হতে পারেনি। শনিবার হারারেতে বাংলাদেশ ৭৪ রানে জয় পেয়েছে। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের ব‌্যাটিং তেমন ভালো হয়নি। ৯ উইকেটে ২৫৩ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ৫৪ উইকেটে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে আর ম‌্যাচে ফিরতে পারেনি। ১৭৯ রানে আটকে যায় জিম্বাবুয়ের ব‌্যাটিং।

আরো পড়ুন:

বাংলাদেশের জয়ের নায়ক পেসার ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৩ মেডেনে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। লড়াকু পুঁজি দিয়ে দারুণ বোলিং করে বাংলাদেশকে অনায়েস জয় পেতে বড় ভূমিকা রাখেন এই পেসার।

ব‌্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আজিজুল হাকিম। ৮৭ বলে ৬ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। এছাড়া ৬৮ বলে ৪৭ রান করেন রিজান হোসেন। ৪ চার ও ১ ছক্কায় রিজান ইনিংসটি খেলেন।

শেষ দিকে বাংলাদেশের ইনিংস বড় করেন আল ফাহাদ ও শাহরিয়ার আহমেদ। আল ফাহাদ ১৩ বলে ২৩ রান করেন ২ চার ও ১ ছক্কায়। শাহরিয়ার ১১ বলে ১৫ রান করেন ১ ছক্কায়। ইকবাল হোসেন ইমন ২টি চারে ৮ রান করেন। শেষ ওভারে ২২ রান তুললে বাংলাদেশের পুঁজি সমৃদ্ধ হয়। 

জিম্বাবুয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন টানেন্ডা চুমুগুরা, শেলটন মাজভিতোরের ও মাইকেল ব্লিগনাট। ১টি করে উইকেট নেন পানাশে মাজাই ও ওয়েবস্টার মাধিদিধি।

লড়াকু পুঁজি নিয়ে বাংলাদেশের বোলিং ছিল দুর্দান্ত। শুরুর তিন ব‌্যাটসম‌্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ১৫ রানে ৩ উইকেট নেয় বাংলাদেশ। দুই ওপেনারকে ফেরান পেসার ইকবাল হোসেন ইমন। আরেক প্রান্তে আল ফাহাদ তুলে নেন কিয়ান ব্লিঙ্গটের উইকেট।

চতুর্থ উইকেটে জুটি বাঁধেন লিরয় ও অধিনায়ক সিম্বারাশে মুদজেনগেরে। কিন্তু বাংলাদেশের পেস আক্রমণের সামনে মাথা উচুঁ করে দাঁড়াতে পারেননি তারা। ইকবাল দ্বিতীয় স্পেলে ফিরে লিরয় ও মাইকেলকে আউট করেন।

ষষ্ঠ উইকেটে ব্রেন্ডন ডিওয়ানি ও মুদজেনগেরে ৬৯ বলে ৩০ রান তুলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ব্রেন্ডন ১৬ রানে আউট হলে আবার বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ১০৯ রানে যেতে আরো ২ উইকেট হারায় তারা।

দলের স্কোর যখন ৮ উইকেটে ১০৯ তখন শেলটন মাঝভিটোরেরা ও মুদজেনগেরে দেয়াল হয়ে দাঁড়িয়ে ৬৪ রান জমা করেন। এ সময়ে জিম্বাবুয়ের অধিনায়ক তুলে নেন ফিফটি।

৪৭তম ওভারে আল ফাহাদ ৭০ রান করা মুদজেনগেরেকে ফিরিয়ে স্বাগতিক শিবিরের সব আশা শেষ করে দেন। এক ওভার পর ফিরে জিম্বাবুয়ের শেষ উইকেটটিও নেন তিনি।

ইকবালের ৫ উইকেট বাদে ফাহাদ ৩টি এবং রিজান ও আজিজুল ১টি করে উইকেট নেন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়