ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটারদের টাকা দেওয়ায় প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৩১ জানুয়ারি ২০২৬  
ভোটারদের টাকা দেওয়ায় প্রার্থীকে জরিমানা

মুফতি মনির হোসেন কাসেমী অভিভাবকদের হাতে টাকা তুলে দেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে জরিমানা করা হয়। প্রার্থী নিজ হাতে শিক্ষার্থীদের অভিভাবক নারী ভোটারদের মধ্যে দুই হাজার করে বিতরণ করেন। সঙ্গে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তার অনুসারীরা।

আরো পড়ুন:

ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের পরিচালকের নেতৃত্বে দোষ প্রমাণিত হলে মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। উপস্থিত প্রতিনিধির কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, ‘‘কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনি প্রচারে জন্য ব্যবহার করা আচরণবিধি লঙ্ঘন। আমরা দোষ স্বীকারের ভিত্তিতে জরিমানা ধার্য করেছি এবং প্রার্থী ও তার অনুসারীদের কঠোর নির্দেশনা দিয়েছি, যাতে ভবিষ্যতে এ কাজ আর না করে।’’ 

জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘‘কেউ যদি ভোটারদের হাতে অর্থ বিতরণ করে, তা অপরাধ। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারী কেউ ছাড় পাবে না।’’ 
 

ঢাকা/অনিক/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়