ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্যের জামিন দেখিয়ে পালিয়ে যাওয়া কে এই ফাঁসির আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২০, ৩১ জানুয়ারি ২০২৬
অন্যের জামিন দেখিয়ে পালিয়ে যাওয়া কে এই ফাঁসির আসামি হৃদয়

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অন্যের জামিন দেখিয়ে পালিয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয়। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় শনিবার (৩০ জানুয়ারি) রাতে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারসহ ৮ কারা কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন:

তারা হলেন- সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম, কারারক্ষী মোরশেদ আলম, মো, হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম ও শাহাব উদ্দিন।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, নবীনগর থানার ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় গ্রেপ্তার দিদার হোসেন নামে এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার হৃদয় নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে যান।

হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের আখাউড়া থানার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়াদুর রহমান বলেন, ‘‘দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার সুযোগে একজনের জামিন দেখিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি পালিয়ে গেছেন। ঘটনার সময়ে বিদ্যুৎ না থাকায় সিসিটিভির সহায়তাও নেওয়া যাচ্ছে না। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ‘‘এ ঘটনা তদন্তে কারা অধিদপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কারা উপমহাপরিদর্শক ছগির মিয়াকে কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুজন হলেন চাঁদপুরের জেলার ও ফেনীর জেল সুপার।’’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘‘পলাতক আসামি হৃদয়কে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’’

আরো পড়ুন: অন্যের জামিন দেখিয়ে ফাঁসির আসামির পলায়ন

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়