ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনে যুক্ত চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৩১ জানুয়ারি ২০২৬  
আন্দোলনে যুক্ত চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলী

চট্টগ্রাম সমুদ্র বন্দর।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের মধ্যে কর্মচারীদের চার নেতাকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে বদলী করা হয়েছে। তাদের মধ্যে সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরও রয়েছেন।

আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। আন্দোলনের কারণে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের অভ্যন্তরে অপারেশনাল কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

আরো পড়ুন:

জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনের কথা উল্লেখ করে আজ শনিবার (৩১ জানুয়ারি) বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে তাদের পানগাঁও যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চার কর্মচারী হলেন, চট্টগ্রাম বন্দরের অডিট সহকারী ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি-নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ) ও এসএস খালাসি মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের ৩১ জানুয়ারি বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। তাদের ১ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বদলীর বলেন, বন্দরের চার কর্মচারীকে তাদের বর্তমান বিভাগ থেকে জরুরি প্রয়োজনে ঢাকার পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে।  

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়