ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২১ বছরে অস্ট্রেলিয়ার বড় পরাজয়, পাকিস্তানের সবচেয়ে বড় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৩১ জানুয়ারি ২০২৬  
২১ বছরে অস্ট্রেলিয়ার বড় পরাজয়, পাকিস্তানের সবচেয়ে বড় জয়

২০০৫ সালের পর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয়কে সঙ্গী করল অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়াকে ৯০ রানের বিরাট ব‌্যবধানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে এক ম‌্যাচ হাতে রেখে ২-০ ব‌্যবধানে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয় এটি।এর আগে ২০১৮ সালে আবুধাবিতে অজিদের বিপক্ষে ৬৬ রানের জয়ই ছিল তাদের সর্বোচ্চ।

লাহোরে আগে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান ৫ উইকেটে ১৯৮ রান করে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস ১৫.৪ ওভারে থেমে যায়। স্কোরবোর্ডে ১০৮ রান তুলতেই শেষ হয় সফরকারীদের ইনিংস।

পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক সালমান আগা। ডানহাতি ব‌্যাটসম‌্যান ৪০ বলে ৭৬ রান করেন ৮ চার ও ৪ ছক্কায়। তিনে নেমে বিস্ফোরক ইনিংস খেলে পাকিস্তানের অধিনায়ক। শেষ দিকে দলের পুঁজি বাড়ান উসমান খান ও শাবাদ খান। উসমান ৩৬ বলে ৫৩ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। এছাড়া ২০ বলে ২৮ রান করেন শাদাব খান। ১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। রান খরায় ভুগছেন শাহিবজাদা খান। আগের ম‌্যাচে শূন‌্য করা ডানহাতি ওপেনার আজ করেন মাত্র ৫ রান। সায়েম ভালো শুরু এনে দেন। ১১ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন।

বল হাতে ১টি করে উইকেট নেন বার্টলেট, ম‌্যাথু খুনেমান, কোপার কোনলি, শন অ‌্যাবট ও অ‌্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার ব‌্যাটিংয়ে শুরু থেকেই ছিল আসা-যাওয়ার মিছিল। বড় রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৫৪ রানে দলের অর্ধেক ব‌্যাটসম‌্যান সাজঘরে ফেরেন। বাকি ৫৪ রান করতে আরো ৫ উইকেট হারায় অসিরা। ক‌্যামেরুন গ্রিন ২০ বলে ৩৫ রান করেন ১ চার ও ২ ছক্কায়। ম‌্যাথু শর্ট ২৩ বলে করেন ২৭। বাকিরা তেমন কেউ কিছু করতে পারেনি।

বল হাতে পাকিস্তানের হয়ে ১৪ রানে ৩ উইকেট নেন আবরার আহমেদ। ৩ উইকেট পেয়েছেন শাদাব খানও। ২৬ রান খরচ করেন তিনি। ২ উইকেট পেয়েছেন উসমান তারিক।

আগামীকাল একই মিাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়