বগুড়ায় ‘ঘরের ছেলে’ তারেক, ‘আজ আমার কিছু দেবার নেই, শুধু চাইবার আছে’
এনাম আহমেদ, বগুড়া || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
পৈত্রিক জেলা বগুড়ায় মধ্যরাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ‘জনতরঙ্গ’ সৃষ্টি হয়। নির্বাচনি জনসভা হলেও নিজের জেলার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “ঘরের মানুষের কাছে বলার কিছু নেই।” তবে এবারের নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে ধানের শীষকে জয়ী করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার নওগাঁর জনসভা থেকে তারেক রহমানের বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়। লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জনসভার মাঠ ও আশপাশের এলাকা।
বৃহস্পতিবার বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমানের নির্বাচনি জনসভায় ‘জনতরঙ্গ’ সৃষ্টি হয়।
বগুড়ার মানুষের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, “তবে সতর্ক থাকতে হবে, যেন বগুড়ার ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি।”
২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ার মানুষ যেভাবে তাকে পেয়েছে, এবারের অবস্থা ভিন্ন বলে বর্ণনা করে তারেক রহমান বলেন, এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে। শুধু নিজেদের কথা ভাবলে হবে না।
বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি বলেন, “আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেবার নেই আমার, আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে আমার। ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে মিটিং করছি, এই যে রাজনীতি করছি; আমার স্ত্রী যদি সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না, পারতাম? উনি (জুবাইদা রহমান) আছেন বলেই আমি পেরেছি।”
তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। প্রচার গাড়ি থেকে জনসভার মঞ্চ- দুজন সবসময়ই কাছাকাছি দেখা গেছে।
স্ত্রীর এই সহযোগিতাকে সম্মান জানিয়ে তারেক রহমান বলেন, “ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি-সমর্থন আপনারা দেন; তাহলে ইনশাআল্লাহ; আগামী দিনকে বাংলাদেশকে আমরা একটি ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব,” বলেন তিনি।
ঢাকা/রাসেল