নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশি যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
নিপা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফ্লাই আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দেশব্যাপী সমস্ত আন্তর্জাতিক প্রবেশপথে এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ভ্রমণকারীদের মধ্যে জ্বরের মতো প্রাথমিক লক্ষণগুলো সনাক্ত করার জন্য শরীরের তাপমাত্রা স্ক্যানিং সিস্টেমগুলি ক্রমাগত সক্রিয় করা হচ্ছে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা ভারত ও বাংলাদেশ থেকে আগত ভ্রমণকারীদের উপর মনোযোগ দিচ্ছি, কারণ এগুলি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে রয়েছে এবং লক্ষ্যবস্তু স্ক্রিনিং শুরু করা গুরুত্বপূর্ণ। এই ভ্রমণকারীদের জন্য কোনো বিশেষ রুট নেই। তবে, যদি জ্বরের মতো চিহ্ন সনাক্ত করা হয়, তবে তাদের আরো পরীক্ষার জন্য রেফার করা হবে। আমরা উচ্চ সতর্কতায় রয়েছি এবং সমস্ত প্রবেশপথে স্ক্রিনিং অব্যাহত রয়েছে।”
ডা. জুলকেফ্লাই জানান, ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতিটি বেশিরভাগ দেশের গৃহীত বর্তমান অনুশীলনের সাথে সঙ্গতিপূর্ণ, চলমান ঝুঁকি মূল্যায়ন অনুসারে স্ক্রিনিং ব্যবস্থাগুলো সমন্বয় করা হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়ার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছে, যাতে নিশ্চিত করা যায় যে বাস্তবায়িত নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো যথাযথ এবং আন্তর্জাতিক স্তরের সর্বশেষ উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ।
ঢাকা/শাহেদ