২২ বছর পর নির্বাচনি জনসভায় রংপুরে তারেক রহমান
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সফরের শুরুতে তিনি পীরগঞ্জে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুর চেম্বার ভবনে সংবাদ সম্মেলন ও প্রস্তুতি সভায় এসব তথ্য জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, “শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।”
দলের কর্মসূচি অনুযায়ী, রংপুরের জনসভা শেষে ওইদিন রাতেই তারেক রহমান বগুড়ায় অবস্থান করবেন। পরদিন ৩১ জানুয়ারি তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারপারসনের আগমন ঘিরে প্রস্তুতির বিষয়ে হাবিব দুলু বলেন, “দলের চেয়ারম্যানকে বরণ করে নিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের বিষয়টি নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।”
দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে এই অল্প সময়ে শহর নগর ছাপিয়ে গ্রামগঞ্জেও সংবাদ ছড়িয়ে পড়েছে। মানুষ মুখিয়ে আছে তাকে এক নজর দেখতে। নির্বাচনের প্রাক্কালে তার এই সফর ভোটের মাঠে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করেন তিনি।
দলের চেয়ারম্যানের এই সফরে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ইস্যুতে উত্তরের পারের মানুষের ভাগ্যের দুয়ার খোলার আরেক ধাপ আশার বাণী আসবে বলেও জানান তিনি।
তবে উত্তরের এই একমাত্র নির্বাচনি জনসভায় স্থল ছাড়িয়ে পুরো শহরে জনসমুদ্রে পরিণত হবে বলে জানান বিএনপি'র এই সাংগঠনিক সম্পাদক।
এদিকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, “দলের প্রধানের আগমনকে ঘিরে রংপুরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। কালেক্টরেট মাঠের জনসভায় তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।”
ইতোমধ্যে তারেক রহমানের আগমন ঘিরে মহানগরীর দলীয় প্রস্তুতি সভা সম্পন্ন করেই জনসভার স্থান কালেক্টরেট ঈদগাহ ময়দানও প্রস্তুত করা হয়েছে। জনসভায় স্থান দফায় দফায় পরিদর্শন করেছেন বিএনপি'র কেন্দ্রীয় স্থানীয় নেতৃকর্মীরা ও মহানগর পুলিশ।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, “তারেক রহমানের সফর ও জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ চারপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”
ঢাকা/আমিরুল/জান্নাত