ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৩১, ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগামী নির্বাচনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সামান্যতম পক্ষপাতিত্বও বরদাস্ত করা হবে না। পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “পুলিশের মনোবল ফিরিয়ে আনা এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এই অবস্থান মূলত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।”

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়