ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ-২: শিশির মনিরের প্রচার গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫১, ২৯ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জ-২: শিশির মনিরের প্রচার গাড়ি ভাঙচুর

শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি হামলা ভাঙচুর করা হয়েছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে (ক্যারভ্যান) হামলা ভাঙচুর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বরাম হাওরে দিরাই ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় ভাঙচুর করা হয়। হামলায় গাড়িচালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) আহত হয়েছে।

আরো পড়ুন:

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘‘হামলার ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’ 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি গাড়ি সন্ধ্যার পর বিভিন্ন নির্বাচনি এলাকায় ঘুরতে থাকে। প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচার চালায়। এর এক পর্যায়ে তিন/চারটা মোটরসাইকেলে কয়েকজন এসে ভয়ভীতি দেখিয়ে প্রচার বন্ধ করতে বলে। পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদিরপুর এলাকায় সেটিতে হামলা ও ভাঙচুর চালায়। 

ঢাকা/মনোয়ার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়