হারল যুক্তরাষ্ট্র, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ ও নেদারল্যান্ডস
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের কাজ আগেভাগেই করে রেখেছিল বাংলাদেশ।
নেপালে গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সের ম্যাচও জেতে বাংলাদেশ। টানা পাঁচ জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে ছিলেন নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার দুপুরের ম্যাচে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোয় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একসঙ্গে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। বৃষ্টি আইনে নেদারল্যান্ডস জিতে যায় ম্যাচ।
সুপার সিক্সে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ৬ করে। রান রেটে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে হারলেও সেরা চারে থাকা নিশ্চিত দুই দলের। এই প্রতিযোগিতা থেকে আরো দুই দল বিশ্বকাপে যাবে। সেই দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের দশম আসর এটি। ২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়মিত খেলছে বাংলাদেশ। প্রতিবারই কোয়ালিফাইং রান পার করে বিশ্বকাপে অংশ নিতে হয় টাইগ্রেসদের। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।
ঢাকা/ইয়াসিন/রাজীব