প্রস্তুত মঞ্চ, তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে তারেক রহমানের জনসভার জন্য প্রস্তুত করা মঞ্চ।
দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ যাচ্ছেন। তার জনসভাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে। তারা প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে প্রহর গুনছেন।
বিএনপির নেতারা জানান, আজ দুপুর আড়াই টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এ জন্য প্রস্তুত করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। পাশাপাশি মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরো দুটি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভাষণ। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। অবহেলিত ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান এমনটি প্রত্যাশা করছেন তারা।
সকালে মঞ্চের সামনে অবস্থানরত বিএনপির কয়েকজন কর্মী জানান, তারেক রহমানকে কাছ থেকে দেখতে পাবো, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। আজ খালেদা জিয়া বেঁচে থাকলে আরো ভালো লাগতো। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। অবহেলিত ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমান নানা প্রতিশ্রুতি দেবেন এমটি আশা করছেন তারা।
বিএনপির নারী কর্মী শারমিন চৌধুরী বলেন, “নারী অধিকার নিশ্চিতে তারেক রহমানের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চাই। তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবেন এমনটি আশা করছি। তার জনসভায় আমরা নারীরা অংশ নেব।”
ঢাকা/মিলন/মাসুদ