মোশাররফ করিমকে ফাঁসানোর চেষ্টায় সামিয়া অথৈ!
‘জাদুকর মোতালেব-টু’ নাটকের দৃশ্য
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নাটক-সিনেমায় নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তারই ধারাবাহিকতায় ‘জাদুকর মোতালেব-টু’ নাটকে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে রহস্যময়ী এক যুবতীর চরিত্রে অভিনয় করেছেন সামিয়া অথৈ।
সম্প্রতি দক্ষিণখানের ‘নোঙর’ শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। গল্পে দেখা যাবে, সামিয়ার চরিত্রটি নানা কৌশলে মোশাররফ করিম অভিনীত জাদুকর মোতালেবকে ফাঁসানোর চেষ্টা করে, যা নাটকের গল্পে তৈরি করে রহস্য ও নাটকীয়তা।
গল্প অনুযায়ী, মোতালেব একজন জাদুকর। গ্রাম-গঞ্জ ও জেলা শহরে ঘুরে ঘুরে জাদু দেখিয়ে জীবিকা নির্বাহ করে। একপর্যায়ে একটি গ্রামে চেয়ারম্যানের মেয়ের বিয়েতে জাদু দেখাতে যায়। চেয়ারম্যানের মেয়ে জাদুকরের প্রতি আকৃষ্ট হয়ে তার তাঁবুতে গিয়ে দেখা করে। ঘুমন্ত জাদুকরকে দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়—এত সুন্দর কেউ হতে পারে! পরের দিন সকালে গ্রাম ঘুরতে বেরিয়ে পুকুরপাড়ে একা বসে জীবনের পথচলা নিয়ে ভাবতে থাকে মোতালেব। ঠিক তখনই পেছন থেকে এক সুন্দরী মেয়ে ডেকে জানায়, সে চেয়ারম্যানের মেয়ে।
এই গল্পেই প্রায় তিন বছর আগে দীপ্ত টিভিতে প্রচার হয়েছিল ‘জাদুকর মোতালেব’। তখন মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি। দর্শকপ্রিয় সেই নাটকটিরই সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে ‘জাদুকর মোতালেব-টু’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু, চিত্রনাট্য লিখেছেন মুনসুর রহমান চঞ্চল।
এ নাটক নিয়ে মোশাররফ করিম বলেন, “গল্পটি আমার খুব ভালো লেগেছে। জাদুর আড়ালে লুকিয়ে থাকা জীবনের টানাপড়েনের গল্প এটি। এখানে আমি একজন পজিটিভ জাদুকরের চরিত্রে অভিনয় করেছি, যে নিজের কাজের উন্নতির পাশাপাশি সমাজের ভালো চায়। আশা করছি, দর্শকের ভালো লাগবে।”
অন্যদিকে সামিয়া অথৈ ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। গান ও নাচে পারদর্শী হওয়ায় অল্প সময়েই তিনি পরিচিতি পান। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ এবং রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায়। নতুন বছরের কাজের খাতা খুলেছেন ‘জাদুকর মোতালেব টু’ দিয়ে।
এ নাটক প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, “কাজটি আমার জন্য খুব স্পেশাল। নতুন বছর এই নাটক দিয়ে শুরু করেছি। রাকেশ বসু দাদার সঙ্গে বেশ বিরতির পর কাজ হলো। গল্পে নতুনত্ব আছে, চরিত্রটিও পছন্দের। সব মিলিয়ে দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।”
নাটকটিতে মোশাররফ করিমের ছোটবেলার বন্ধু জয়নাল চরিত্রে অভিনয় করেছেন একে আজাদ সেতু। এ ছাড়া মোশাররফ করিম ও সামিয়া অথৈ বর্তমানে কচি খন্দকারের পরিচালনায় মাছরাঙা টিভির ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’ নাটকেও একসঙ্গে অভিনয় করছেন। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
নির্মাতা রাকেশ বসু জানান, ‘জাদুকর মোতালেব টু’ ঈদুল ফিতরের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
ঢাকা/রাহাত/শান্ত