ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো মিমিকে!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩১, ২৭ জানুয়ারি ২০২৬
অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো মিমিকে!

মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন আয়োজকরা অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেন তৃণমূলের এই প্রাক্তন সংসদ সদস্যকে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

সোমবার (২৭ জানুয়ারি) মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনা বর্ণনা করে একটি পোস্ট দিয়েছেন। তাতে এমন অভিযোগ করেন মিমি।  

আরো পড়ুন:

ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, “আমাকে নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে বনগাঁয়ের একটি অনুষ্ঠানে পারফর্মের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে পারফরম্যান্স চলাকালীন দর্শকদের সামনে হঠাৎ করে আমাকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হয়।”  

মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করে মিমি চক্রবর্তী বলেন, “অনুষ্ঠানে বহু মানুষ আমার জন্য অপেক্ষা করেছিলেন, তারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অনেকেই সেখানে ছিলেন, যারা আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু সকলের সামনে আমাকে অপমান করা হয়। জনসম্মুখে আমার সম্মানহানি করা হয়। তারপরও শান্তভাবে আমি মঞ্চ ছেড়ে চলে আসি।”  

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মিমি চক্রবর্তী বলেন, “এ ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছি। আমি যদি আজ চুপ থাকি, তাহলে এমন ঘটনা আগামীকালও ঘটবে।”

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানে দেরি করে যাওয়ার কারণে মঞ্চেই অপমানের শিকার হন মিমি চক্রবর্তী। এ ঘটনা নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।   

তবে দেরি করে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মিমি। অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে এই অভিনেত্রী বলেন, “আত্মসম্মান, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে আমি আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। মঞ্চের পেছনে নিজের গাড়িতে ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছি সম্মান রক্ষার্থে। কারণ তখনো অন্য একজন শিল্পী তার পরিবেশনা শেষ করছিলেন। তারপরও মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। প্রতিশোধের জন্য নয়, জবাবদিহির জন্যই আইনি পথ বেছে নিয়েছি। কারণ আমরা যদি সীমারেখা না টানি, তাহলে এটা অন্যদের সঙ্গেও ঘটতেই থাকবে।” 

মিমি চক্রবর্তী আগের মতো অভিনয়ে সরব নন। ২০২৪ সালে তাকে দুটো সিনেমায় দেখা যায়। একই বছর বাংলাদেশের ‘তুফান’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে তাক লাগিয়ে দেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রক্তবীজ টু’। গত বছর মুক্তি পায় এটি।  

বর্তমানে মিমির হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং শেষ করেছেন; আর ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়